অন্যান্য মতামত

জাতীয় নাগরিক কমিটি

শেখ মোহাম্মদ নাহিদঃ

শুরুতে কমিটির সদস্য সংখ্যা ছিল ৫৫, যা পরবর্তীতে ১০৭-এ উন্নীত করা হয়। কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন। তারা বিভিন্ন পেশার প্রতিনিধি, যেমন শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক এবং সামাজিক কর্মীদের অন্তর্ভুক্ত করেছেন। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন চিকিৎসক তাসনীম জারা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং লেখক-গবেষক সারোয়ার তুষার।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে ৪৫  জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফা (ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত) বাস্তবায়নের লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে।

গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবীকে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত করা হয়। এই সাতজনকে যুক্ত করার পর নাগরিক কমিটির সদস্যসংখ্যা দাঁড়ায় ৬২। এখন এই কমিটিতে আরও ৪৫ জনকে যুক্ত করা হলো।

কমিটির মূল উদ্দেশ্য হলো—

১. স্বৈরাচারবিরোধী লড়াইকে সংগঠিত করা।

২. ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

৩. শিক্ষার্থী ও নাগরিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন।

৪. সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ।

এই কমিটির দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পেছনে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা কাজ  করেছে।

3 Comments

  • Omar 7 ডিসেম্বর 2024

    it’s an important information mass people needs to know and It’s very well explained.

  • Omar 7 ডিসেম্বর 2024

    Very nice

  • শারমিন ফেরদৌস 7 ডিসেম্বর 2024

    আপনার লেখনী সুন্দর হয়েছে।

Omar শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।