ঢাকা জেলা প্রতিনিধি মোঃ বিলায়েত হোসেন মিলনঃ
ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিসনেস ওর্নাস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফেবোয়াব) ২০২৪–২০২৬ মেয়াদের নির্বাচনে মোঃ ওয়াহিদ উদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন । ফলে সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার মোঃ ওয়াহিদ উদ্দিন।
শনিবার (৯ মার্চ) দেলোয়ার কমপ্লেক্স এ সংগঠনটির প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট চলাকালীন সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক, ইসাব এর সভাপতি এবং ফেবোয়াব এর সাবেক তিন বারের সভাপতি মোঃ নিয়াজ আলী চিশতী সহ এফবিসিসিআই, বিজিএমইএ ও বিভিন্ন সংঘঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

যারা বিজয়ী হয়েছেন-
১. মোঃ ওয়াহিদ উদ্দিন
২. আবুল হোসেন রিপন
৩. এস এম ইজাজ শামীম
৪. মোঃ আলমগীর হোসেন
৫. ইঞ্জি. মোঃ রেজাউল করিম
৬. মোঃ নওশের আলী চিশতী
৭. ইঞ্জি. মোঃ আসাদুল হক শাহিন
৮. মার্শাল টিটু
৯. ইঞ্জি. মোঃ মোস্তাফিজুর রহমান
১০. মোঃ আতিকুর রহমান মুজাহিদ
১১. মোঃ বেলায়েত হোসেন রাসেল
১২. মোঃ কামাল উদ্দিন আহমেদ
১৩. মোঃ দেলোয়ার হোসেন মামুন
১৪. মোঃ হাসিনুর রহমান
১৫. আব্দুল কাইয়ুম
১৬. মোহাম্মদ শরিফ ভূঁইয়া
১৭. খন্দকার সাইফুল ইসলাম রনি
১৮. হাওলাদার মঞ্জুর হোসেন
১৯. মোঃ শামসুল হক
২০. ওসমান গনি এবং
২১. মোঃ জাকির হোসেন
নির্বাচনে ৯৯ শতাংশ ব্যবসায়ীর ভোটাধিকার প্রয়োগ করে ২১জন পরিচালক নির্বাচিত করেন। নির্বাচনে মোট ১৯৭টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৯৫জন ভোটার।
শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্যানেল লিডার মোঃ ওয়াহিদ উদ্দিন সহ নব নির্বাচিত পরিচালকদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন নেতারা এবং ফায়ার ফাইটিং ব্যবসায়ীরা।
1 Comment