হেলথ টিপস-৬: মৌমাছি, ভিমরুল, বোলতা বা পোকায় কামড়ানো এবং চুনের ব্যবহার
🐝 মৌমাছি, ভিমরুল, বোলতা বা পোকায় কামড়ানোর পর চুন দিলে কী হয়- বৈজ্ঞানিক ব্যাখ্যা: মৌমাছি, ভিমরুল, বোলতা বা পোকায় কামড়ালে শরীরে যে বিষ (venom) ঢোকে তা সাধারণত অম্লীয় বা অ্যাসিডিক (acidic) হয়। চুন হলো ক্ষারীয় বা অ্যালকালাইন (alkaline) পদার্থ। তাই কামড়ানোর পর চুন দিলে তা ওই অম্লীয় বিষকে আংশিকভাবে প্রশমন বা নিউট্রালাইজ করতে পারে। এর