১২-১৩ আগস্ট বাংলাদেশ থেকে পার্সেইড উল্কাবৃষ্টি কীভাবে দেখবেন?
প্রতি বছর আগস্টের মাঝামাঝি পার্সেইড উল্কাবৃষ্টি আকাশে মহাজাগতিক আলোর খেলা দেখায়, যা ধূমকেতু সুইফট-টাটল এর ধুলিকণার কারণে ঘটে। এ বছর ১২ ও ১৩ আগস্ট রাতে বাংলাদেশের বিভিন্ন অন্ধকার ও আলোবিহীন স্থান থেকে উজ্জ্বল উল্কা ও আগুনের গোলা দেখা যাবে, যদিও পূর্ণচাঁদের আলো কিছু ক্ষীণ উল্কা ঢেকে দেবে। পার্সেইড উল্কাবৃষ্টি (Perseid meteor shower) পৃথিবীর উত্তর গোলার্ধের