ভালো থাকুন, কবিতার বরপুত্র…
মাহফুজুর রহমান লিংকনঃ আজ ত্রিশ ডিসেম্বর! বাংলা কবিতার যুবরাজ সাম্য রাইয়ান এর জন্মদিন! নব্বই দশকে আজকের এই দিনে উত্তরের জনপদ (সাম্য’র ভাষায়-বেহিসাবি ঘুমন্ত মেয়ে) কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন কবি সাম্য রাইয়ান। বরাবরের মতই বলি- সাম্য রাইয়ান মানেই আমার কাছে বাংলা কবিতার আরেক উচ্চারণ! কেন বলি? অনেকেই আমরা ভাত-কাপর সামাল দিতে দিতে কবিতার চাষাবাদ করি।