চট্টগ্রামে সিটি মেয়রের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (২৭ অক্টোবর) রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামে।
পুলিশ জানায়, রাতের গভীরে নগরীর বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবি সংবলিত ব্যানার ছেঁড়া ও সরানো নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় জসিম নামে এক যুবদল কর্মীকে ধরে নিয়ে যায় যুবদল নেতা সিরাজের অনুসারীরা। খবর পেয়ে যুবদল নেতা বাদশার অনুসারীরা তাকে ছাড়াতে গেলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ছাত্রদল কর্মী সাজ্জাদ মারা যান।
নিহত সাজ্জাদের বাবা বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
সকালে হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতিতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট। আমরা তাদের দ্রুত গ্রেফতার চাই।’ এ সময় তিনি পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
