রাশি ফল

আপনার এই সপ্তাহ

স্যার আর্থার চার্লস ক্লার্ক (বিজ্ঞান কল্পকাহিনী লেখক , বিজ্ঞান লেখক, , উদ্ভাবক, সমুদ্রের তলদেশে অনুসন্ধানকারী) বলেছেন –
‘জ্যোতিষশাস্ত্রে আমার কোনো বিশ্বাস নেই। তবে হ্যাঁ, এ কথা সত্য যে আমি ধনু রাশির জাতক। আসলে আমরা মানুষরা বরাবরই সন্দেহপ্রবণ’।
এ কথার বিপরীতে অনেক কথাই আছে, তবে আমরা একটা বিষয় পরিস্কার করে বলতে চাই- মানুষ নিজেই তাঁর ভাগ্য নিয়ন্ত্রণ করে অনেকাংশ, বাকি অংশ ভাগ্য বলতে দোষের কিছু নেই…

আপনার এই সপ্তাহ (১২ সেপ্টেম্বর – ১৮ সেপ্টেম্বর)

সুখ এবং দুঃখ— দুটিই প্রকৃতপক্ষে শব্দ। সুখ যেমন শব্দ, দুঃখ তেমনই শব্দ। তাই বলে শব্দের বিচারে সুখকে অস্বীকার করে, দুঃখের আশ্রয় নিতে কেউ কি চায়? মনে রাখা ভালো, সুখ-দুঃখ মিলেই আমাদের জীবন। তবুও প্রিয় মেষ, চলতি সপ্তাহে উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে জীবন। দৃঢ় থাকুন, এটা আপনার নীতির সাথে যায়।

বেশ কয়েকদিন বাজার যাই না, বাহিরে এতো গরম, বাজার গরম সাথে ভেজালের আধিপত্ত। মুখ খোলার সাহস নেই আমার মত নিন্ম মধ্যবিত্তের,এর চেয়ে – না খেয়ে থাকা ভালো।
প্রিয় বৃষ, শরীরের প্রতি যত্নবান হোন, সাথে খরচের দিকে।

মধ্যরাতে কেউ একজন ডেকে বলল – চলেন বেরিয়ে পড়ি!
আপনি কি যাবেন? আমি অবশ্যই যাব।
প্রিয় মিথুন, চলুন বেড়িয়ে পড়ি…

বিচ্ছেদ-পরবর্তী বন্ধুত্ব নিয়ে সেজ জার্নালের একটি গবেষণা বলছে, ‘প্রাক্তনের তকমা পেরিয়ে বন্ধু হয়ে ওঠা বেশ কষ্টসাধ্য ব্যাপার।’ কারণ, এ ক্ষেত্রে দুজনেরই পুনরায় রোমান্টিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
প্রিয় কর্কট, জীবন আপনার সিদ্ধান্ত নিশ্চই আপনার। আমি মাঝখানে কি বলবো, এইটা ভেবে কুল পাচ্ছি না।

“সংসারে যে সহ্য করে সেই মহাশয়।
ক্ষমার সমান ধর্ম কোন ধর্ম নয়॥”
-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রিয় সিংহ, যা আমি ভাবছি, সেটা কি আপনিও ভাবছেন?

আপনি এবং আপনার প্রিয়জন একে অপরের হাত ধরে হাঁটছেন… এই হাঁটার দৃশ্য দেখে আমার গান শুনতে ইচ্ছা করছে- ‘হয়তো তোমার অনেক ক্ষতি করেছি/কাছে এসে, ভালোবেসে/…তবু জেনো ওগো তোমার ক্ষতি তো চাইনি/শুধু তোমার পথের পথ খুঁজে দিতে/পথ খুঁজে আমি পাইনি’।

স্বভাবসুলভ ভাবে রাগ বর্জন করুন প্রিয় তুলা রাশির জাতক- জাতিকা।

হঠাৎ একটা ফোন কল, কিংবা আশ্বাস দেবার মত কোন একজন মাথায় স্নেহের হাত রেখে যদি বলে- তোর যা আছে আমাকে দিয়ে দে…
কেন জানি মনে হয়- আপনি দিবেন!
আপনার জয় হোক!

খুব শৈশবে বক পাখি উড়ে যাওয়া দেখলে, অন্য খেলার সাথীদের সাথে আমিও দুইহাত উপরে তুলে বলতাম- ‘বক পাখি, দুধভাত দিয়ে যা’। পাখি অদৃশ্য হয়ে যাবার পর দুইহাতের নখের দিকে তাকিয়ে দেখতাম, সাদা সাদা দাগ আছে কিনা। দাগ থাকলে ভাবতাম- দুধভাত দিয়ে গেছে। আপনি কখনো এই খেলা খেলেছেন? আপনি বাসায় গিয়ে পরিবারের সকলকে সাথে নিয়ে অপেক্ষা করুন বক পাখি উড়ে যাবার। যতক্ষণ না বক পাখি দেখবেন ততক্ষণ অব্দি প্রাণখুলে কথা বলুন পরিবারের সকলের সাথে। বক পাখি দেখতে পেলে, আমাদের মত করে, সকলে মিলে খেলা শুরু করুন, পরে দেখুন… কারো না কারো হাতে দুধভাত নিশ্চিত বক পাখি দুধ-ভাত দিয়ে গেছে।

‘গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই’। – মাওলানা জালালুদ্দিন রুমি
প্রিয় মকর, এই সপ্তাহের জন্য শুধু নয়, সারা জীবন এইটাই চাওয়া হোক, আপনার-আমার।

অনেকদিন থিতু হয়ে বসে আছি ঘরের ভিতর, আপনার ঠিকানা দিয়ে রাখুন। আসবো…

মীন রাশিকে অন্য নামে ডাকা যায়- মিষ্টি রাশি।
“তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ। আসলে তো মেঘ করেনি মন খারাপের বিজ্ঞাপন!”
—রুদ্র গোস্বামী।
মনের সাথে শরীরের যত্ন নিন, কবিতাময় হোক আপনার জীবন- শুভ কামনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।