সারাদেশ

নাটোরে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশের ছবি ভাইরাল, কেন্দ্রসচিবকে শোকজ

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর আগে একটি কেন্দ্রে ছাত্রদল নেতার অনধিকার প্রবেশের পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার।

রাকিব সরদার বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে রাকিব সরদার পরীক্ষাকক্ষে প্রবেশ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নিরাপত্তা বিধির পরিপন্থীভাবে পরীক্ষাকক্ষে প্রবেশের বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রসচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, পাবলিক পরীক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নির্দেশনার আলোকে কেন্দ্রসচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমি ছোট ভাইয়ের প্রবেশপত্র দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে এসেছি। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলে ভুল বার্তা ছড়াচ্ছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।