দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২১ জুন) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এটি এ বছরে একদিনে পাওয়া সর্বাধিক রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪২৯ জন।
স্বাস্থ্য অধিদফতর আওর জানায়, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৮৮২ জন। এর মধ্যে ঢাকায় ২২৯ জন, বাকি ৬৫৩ জন অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৭৬ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৫ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) আট জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন রোগী পাওয়া গেছে।