জাতীয়

দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ফিরল রাজধানী

দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ফিরল রাজধানী

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে পুনরায় চালু হয়েছে দেশের সরকারি সব দপ্তর। একইসঙ্গে আদালতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছুটির এ সময়কাল শুরু হয়েছিল ৫ জুন থেকে।

ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানীমুখী মানুষের ভিড়ে মুখর ছিল সড়ক, রেল ও বাস টার্মিনালগুলো। ঢাকায় ফিরতি যাত্রীদের চাপ ছিল বাস ও ট্রেন দুটোতেই। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল উল্লেখযোগ্য হারে বেশি।

দীর্ঘ যানজটের ভোগান্তি ছাড়া যাত্রীর চাপ সত্ত্বেও তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে আজ সকালে রাজধানীর সড়কে যানবাহনের চাপ এবং পথচারীদের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ছিল।

শনিবার দিনভর রাজধানীর যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদে ঘুরে দেখা যায় ঈদ শেষে শহরে ফেরা মানুষের স্পষ্ট ভিড়। বাসগুলো যাত্রী নামিয়ে ফের নিজ নিজ রুটে রওনা দিচ্ছিল। এসব রুটে চলাচল করা লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন ও গ্রিন লাইনসহ নামি বাস কোম্পানিগুলোর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একইসঙ্গে অনেকে লোকাল বাসেও ফিরেছেন রাজধানীতে।

যাত্রীরা জানান, ‘বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকিট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।’

৫ জুন থেকে শুরু হওয়া ঈদের ছুটি শেষে আজ ১৫ জুন থেকে ফের চালু হয়েছে সব সরকারি অফিস ও আদালতের নিয়মিত কার্যক্রম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।