অর্থনীতি

কমিশন বৃদ্ধির আশ্বাসে পেট্রোল পাম্পে ধর্মঘট স্থগিত

কমিশন বৃদ্ধির আশ্বাসে পেট্রোল পাম্পে ধর্মঘট স্থগিত

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের দাবি অনুযায়ী জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এজন্য সারা দেশে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত করেছে তারা। তবে অন্যান্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে আবারও কর্মবিরতিতে যাবে বলেও জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।

রবিবার (২৫ মে) জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ ভাগ করাসহ সাত দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় তারা। 

এরপর সমস্যা সমাধানে ধর্মঘট প্রত্যাহার করতে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বৈঠক করে। বৈঠকের পরে নেতারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।

কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের ৭ দফার দাবির মধ্যে রয়েছে

১। সওজ অধিদফতরের ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল করা।

২। পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলিয়া গণ্য করা।

৩। বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা।

৪। পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল। 

৫। বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ। 

৬। ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা। 

৭। বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।