অন্যান্য সারাদেশ

মানুষ মানুষের জন্য…

বাঁধনকে বাঁচাতে এগিয়ে আসুন।

রংপুর শহরের সংস্কৃতিমনা, মানবিক মানুষ হিসাবে পরিচিত আনোয়ার হোসেন শিশিরের প্রথম পুত্র মাহবুব হাসান বাঁধন (২৫) বিরল রোগ জিডিএস ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল আইসিইউতে চিকিৎসারত। জিডিএস এমন একটি ভাইরাস, যা আক্রান্ত ব্যক্তির শরীর এবং মস্তিষ্ক  কে অবশ করে দেয়, বাঁধনের মস্তিষ্কের একাংশ এবং সম্পুর্ন দেহ বর্তমানে অবশ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আটটি ইঞ্জেকশন দিতে হবে। এক একটি ইঞ্জেকশনের মুল্য- ১,১৭,২৩২ টাকা। তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু বাঁধনের চিকিৎসার এই বিশাল ব্যয়ভার বহন পরিবারের পক্ষে কোনোভাবেই সহজসাধ্য নয় বলে জানায় তার পরিবার। তাই নিরুপায় হয়ে তার বাবা আনোয়ার হোসেন শিশির সমাজের সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

আর্থিক সাহায্য  পাঠানোর জন্য সঞ্চয়ী হিসাব নং- ০২০০০২৩৫৬৯৮৪৬, অগ্রণী  ব্যাংক,  সেন্ট্রাল রোড শাখা,  রংপুর অথবা ০১৭৭৫৫৭৩৩১৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।