১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার রাস্তা ও অলিগলিতে ক্রিকেট খেলায় মেতেছে শিশু, যুবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার মধ্যরাত থেকে পুরান ঢাকার ধোলাইখাল, কলতাবাজার, টায়ারপট্টি, ওয়ারীসহ বেশ কয়েকটি জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও বাচ্চাদের বেলুন ফুটানো, বস্তা খেলা, দৌড়, কুইজ প্রতিযোগিতাসহ নানান রকমের খেলার আয়োজন করা হয়।
সরেজমিনে পুরান ঢাকার ভগবতী ব্যানার্জী রোড সহ ওয়ারী ঘুরে দেখা যায়, ক্রিকেট খেলায় মেতেছে শিশু, যুবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
তাওসিফ নামের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন, আমাদের ঢাকায় পর্যাপ্ত পরিমানে খেলার মাঠ না থাকায়, আমরা বিভিন্ন উতসবে এভাবেই রাস্তায় ক্রিকেট সহ অন্যান্য খেলা ধুলা করি।
স্থানীয় বাসিন্দা রানা বলেন, ছুটির দিনে রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকে। এলাকার ছেলেরা তখন রাস্তায় ক্রিকেট ফুটবল খেলে। পাশের বঙ্গভবনে মাঠ থাকলেও সাধারণ প্রবেশ নিষেধ হওয়ায় এলাকার বাচ্চারা সেখানে খেলতে পারে না। তাই বাধ্য হয়ে সবাইকে রাস্তাতেই খেলাধুলা করে। তাই এলাকার মুরব্বিদের সহযোগিতায় আজ বিজয় দিবস উপলক্ষে পাড়া-মহল্লায় কয়েকটা টিম করে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া একজন বলেন, বিজয় দিবস উপলক্ষে আমাদের মহল্লায় ক্রিকেট আর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এলাকায় পর্যাপ্ত খেলাধুলার জায়গা না থাকায় এমন উৎসবের অপেক্ষায় থাকতে হয়। আমাদের খেলার কারণে যদিও কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ ছিল কিন্তু কারো হাঁটাচলায় আমরা বিঘ্ন ঘটতে দেইনি।