মতামত

বাংলার ক্রিকেটের ম্যাক্সওয়েলের আগমন !  

বাংলার ক্রিকেটের ম্যাক্সওয়েলের আগমন !
স্পোর্টস রিপোর্টার, সৈয়দ ওমর ফারুক

বাংলার ক্রিকেটের ম্যাক্সওয়েলের আগমন! শুনতে অবাক লাগলেও ম্যাক্সওয়েলের সাথে এই তুলনাটি বোধহয় আরিফুল ইসলামের জন্য খুব একটা খারাপ নয়। দানবীয় ৯৪ রানের ৪৬ বলে সেটি মনে করিয়ে দেয় বিধ্বংসী বেটার গ্লেন ম্যাক্স ওয়েলের কথা। র‍্যাম শর্ট রিভার সুইট এবং অতি গুরুত্বপূর্ণ কাভারের উপর দিয়ে চোখ ধাঁধানো সব শর্ট খেলে আরিফুল আজ দেখিয়ে দিলেন বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলারও সামর্থ্য আছে। তিনি যেন ব্যাটিংয়ে মনে করার ছেলের ইংল্যান্ডের অন্যতম গ্রেট ব্যাটার জো রুটের কথাও। আমরা ইদানিং সময়ে জরুটকে বিপক্ষে শর্ট এর অসাধারণ প্রয়োগ করতে দেখেছি উইকেটের পিছনে আজ আরিফুল অত্যন্ত সাবলীলভাবে করে দেখালেন। আরিফুল এর পরিচর্যা করলে বলাই যায় বাংলাদেশ একজন সাধারণ পাওয়ার হিটার যে উইকেটের চারপাশে খেলতে পারে এরকম একজন বেটার দেখতে যাচ্ছে ভবিষ্যতে। আরিফুলের এ ধরনের ব্যাটিং প্রতিভা প্রথম চোখে পড়ে ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যখন তিনি পরপর দুটি সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে। এছাড়াও অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ এ ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের ৯৪ রানের ইনিংস খেলেন। অসাধারণ ব্যাটিং প্রতিভার সাথে একজন দুর্ধর্ষ ফিল্ডার এবং কার্যকরী লেগ স্পিন বলেন তো করতে পারেন।

বাংলাদেশের এ সম্ভাবনাময় কয়েকজন বেটার আছে তার মধ্যে আরিফুল ইসলাম উপরের শাড়িতেই থাকবেন এবং তাকে যথাযথ সুযোগ এবং পরিচর্যা করে বিসিবি কে গড়ে তুলতে হবে তাকে এইচপি ও বাংলাদেশ টাইগার্স দলের সুযোগ দিতে হবে এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন কার্যকরী খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।