শেখ মোহাম্মদ নাহিদঃ
বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে মেগাসিটি ঢাকা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় শেষ তথ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকার দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো, তৃতীয় পাকিস্তানের লাহোর। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সকাল ৯টায় বায়ু দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকা শহরের বায়ুর মানের স্কোর ৩০৫ অর্থাৎ বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে কায়রোর দূষণ স্কোর ২১১। লাহোরের স্কোর ১৮০। এছাড়াও ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। পঞ্চম নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৭৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
শেখ মোহাম্মদ নাহিদ- সাংবাদিক, সহ. সম্পাদক মাধ্যম২৪.কম
1 Comment