অমর একুশে বইমেলায় উড়কি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবি আহমেদ নকীব’র কবিতার বই ‘শুধু যদি রোদ ভালো লাগে’ ।
কবিতা বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। মোট পৃষ্ঠা ৫৬ এবং ৩০টি কবিতা দিয়ে সাজানো বইটি মুল্য ২০০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বই মেলায় উড়কি’র ১০১ নম্বর স্টলে কবিতা বইটি পাওয়া যাচ্ছে।
কবিতা বই সম্পর্কে কবি বলেন-
কবিতা কি যখন-তখন লেখা যায়! দিনাদুদিনের জীবনকে নিবিড়ভাবে পড়ে ওঠা’র ভেতর দিয়েই তা সম্ভব। শুধু অদেখা কিংবা অধরাকে মূর্ত করা নয়, দেখাকেও নূতন ব্যাপ্তিতে ছড়িয়ে দিতে হয়। চাক্ষুষ দেখার ভেতর দিয়ে কবিতা’র প্রতিমা গড়ে তোলা যতটা সহজ ততটাই চ্যালেঞ্জের। কবি তাই দর্পিত ভঙ্গিতে এগিয়ে যান।
“শুধু যদি রোদ ভালো লাগে” বইয়ের কবিতাগুলো সেই ধারণাকেই আরেকবার উসকে দিলো! আশাকরি পাঠক সেই দায় গ্রহণে প্রস্তুত!