সারাদেশ

হুমায়ুনের মৃতদেহ ভেসে গিয়েছিলো ১৩ কিলোমিটার দূরে

সংবাদদাতাঃ-

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ুন কবিরের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর পদ্মা নদীতে তার মৃতদেহের সন্ধান মেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার অ্যান্ড ডিফেন্স উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া। তিনি জানান, বাহাদুরপুর পদ্মা নদীতে হুমায়ুনের মৃতদেহ মিলেছে। তার মৃতদেহ পাঁচ নম্বর ঘাটে নিয়ে আসছে ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী রজনীগন্ধা ফেরিটি টার্মিনাল-৫ এর কাছে ডুবে যায়। সেসময় থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন। 

এদিকে আজ সোমবারও ফেরিটি উদ্ধারে অফিযান চলছে। ফেরিটি উদ্ধারে তৎপরতা চলছে ২৫০ টন ওজন তুলতে সক্ষম উদ্ধার জাহাজ প্রত্যয় ও প্রতিটি ৪০ টন করে সক্ষমতা রয়েছে রুস্তম ও হামজার।

বিআইডব্লিউটিএ ডুবুরি দলের সদস্য মাসুম জানায়, ফেরিটি ডুবে উল্টো হয়ে আছে। ফেরি দুপাশে রোপ পড়িয়ে ইয়ার লিফটিং ব্যাগে বাতাস দিয়ে ফেরিটি এক পাশ জাগানো সম্ভব হয়েছে। ফেরিটির অধিকাংশ বালুর ভেতরে আটকে আছে। এক পাশ জাগানোর কারণে ফেরিতে যে পরিমাণ বালু আছে সেগুলি পানির স্রোতে সরে গেলেই ফেরিটি টান দেওয়া হবে আশা করি। আর পানি প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারণে বেশিক্ষণ পানির নিচে করা যাচ্ছে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।