সারাদেশ

শিবসায় ডুবে গেছে ফ্লাই অ্যাশবাহী জাহাজ

২৯ ডিসেম্বর (শুক্রবার) সকালে তলা ফেটে খুলনার দাকোপে শিবসা নদীতে ডুবে গেছে সিমেন্টের কাঁচামালবোঝাই একটি লাইটার জাহাজ। ডুবে যাওয়া নৌযানটিতে ১,৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টর কাঁচামাল) ছিল। এতে অবস্থান করা ১২ জনকে স্থানীয়রা ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

দাকোপ থানার ওসি এম এ হক জানান, মেসার্স সাজু শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি লিমিটেডের এম ভি গারেহেরা-৪ নামের লাইটার জাহাজটি ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে বাংলাদেশে ঢোকে। এটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাবগি এলাকায় পৌঁছলে তলা ফেটে যায়। নদী তীরের লোকজন জাহাজ ডুবতে দেখে ট্রলার নিয়ে এগিয়ে যায়। তারা জাহাজে থাকা মাস্টার, সুকানিসহ ১২ জনকে উদ্ধার করে।

জাহাজটির মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, ২৫ ডিসেম্বর (সোমবার) ভারতের বজবজা এলাকা থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে তারা রওনা দেন। শুক্রবার সকালে চরে আটকে তলা ফেটে যায়। জাহাজটির মূল্য ৬ থেকে ৭ কোটি টাকা। তবে ফ্লাইঅ্যাশের মূল্য কত, তা তাঁর জানা নেই। জাহাজে থাকা সবাই তীরে উঠতে পেরেছেন। ফ্লাইঅ্যাশ নিয়ে তারা ঘোড়াশালে সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরিতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।