পাইকগাছায় মাদকসহ পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী এসআই সাদ্দাম হোসেন জানান, উপজেলার কপিলমুনির পালপাড়ার কালীপদের দোকানের সামনে মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। এ সময় তাদের ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন- উত্তর নাছিরপুর গ্রামের সালাম গাজীর স্ত্রী অচিন্তা ও কালীপদ।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) তুশার কান্তি দাশ জানান, দুজনের নামে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।