কার্বন নিঃসরণ কমাতে ঢাকায় একটি কার্যকর বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করবে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)। গত রোববার সংস্থাটি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানিয়েছে জাইকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মো. মনোয়ার হাসান খান চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেন এবং জাইকার পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র প্রতিনিধি ইজি ইয়ামাদা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ পরিকল্পনার ক্ষেত্রে জাইকার ডিস্ট্রিবিউশন মাস্টারপ্ল্যান ঢাকার জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি বিতরণ পরিকল্পনার উন্নতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিতরণ সুবিধা উন্নয়নের জন্য কাজ করবে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে ‘লো-কার্বন সোসাইটি’ অর্জন করার লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবে।
জাইকার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেসকো ও ডিপিডিসির সঙ্গে এ বিষয়ে ৩৬ মাস একসঙ্গে কাজ করবে। তারা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা উন্নত করতে সহায়তা দিবেন।
এ বিষয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শহুরে গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অন্তর্ভুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই প্রয়োজনীয়তায় সাড়া দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন মাস্টারপ্ল্যানটি উন্নত প্রযুক্তি সমর্থিত একটি শক্তিশালী বিতরণ ব্যবস্থা নিয়ে সরকারকে সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।’