ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর দেশে আবার অস্থির পেঁয়াজের বাজার। খুচরা বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে, দেশি পেঁয়াজ কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ি, মুগদার বাজার ঘুরে দেখা গেছে- খুচরা বাজারে গত বৃহস্পতিবার ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২২০ টাকায়।
ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হলেও এক দিনের ব্যবধানে দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন- ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ দেশে চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে।
এই মূহুর্তে ক্ষেত থেকে সদ্য তোলা পেঁয়াজ কেনার পরামর্শ অনেকের, এতে কৃষকেরা যেমন লাভবান হবেন তেমনি কালো বাজারী -মজুদারদের দৌরাত্ম্য কমবে বলে মতামত অনেকের।
