মুন্সীগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদরের ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোস্তফা জানান, একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ফ্ল্যাটটির সবগুলোর রুম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে।