রাজনীতি

রওশন পুত্র সাদ; রাঙ্গা বঞ্চিত, ফের গৃহবিবাদে জাতীয় পার্টি

মনোনীত প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে জাতীয় পার্টির তবে গৃহবিবাদে দেবর-ভাবি। রওশন এরশাদের অনুসারীদের মনোনয়ন দেওয়া হয়নি; যাদের একজন এরশাদ পুত্র সাদ।

রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ এবং রওশনপন্থি নেতা বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করে জেলার ৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সাংবাদিকদরা এ বিষয়ে প্রশ্ন করলে, চুন্নু জানান- সাদ মনোনয়ন কেনেননি, তাই তাকে তালিকায় রাখা হয়নি।

এদিকে রংপুর-৩ আসনে সাদ এরশাদকে বাদ দিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের নিজে প্রার্থী হওয়া অন্যদিকে রংপুর-১ আসন থেকে রাঙ্গাকে বাদ দিয়ে জিএম কাদেরের আপন ভাতিজা আসিফ শাহরিয়ারকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে কোনও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।