আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের যুব সংগঠনের উদ্যোগে এবং সিএনবি প্রকল্পের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে মেয়েদের সাইকেল র্যালি, আলোচনা সভা, সেমিনার এবং উন্নয়ন বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধ ও নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করার লক্ষে ইউনিয়নের যোগালপুর এলাকায় এই বাইসাইকেল র্যালি, আলোচনা সভা, সেমিনার এবং উন্নয়ন বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন , সন্তোষপুর ইউনিয়নের যুব উন্নয়ন সংগঠনের সভাপতি আনোয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম,ওসি আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, টেকনিকেল অফিসার ইলিয়াস আলী, অন লাইনে যুক্ত ছিলেন স্নান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল এন্ড নর্দান রিজনাল প্রেগ্রামের আশিক বিল্লাহসহ স্থানীয় গন্যমান্য,সুধিজন প্রমূখ। বক্তারা এসময় বাল্যবিবাহ বন্ধে নিজেকেই প্রতিরোধের জন্য এগিয়ে আসার আহবান জানান এবং বিশেষ করে মেয়েদের ক্ষমতায়নে প্রয়োজন সাহস আত্নবিশ্বাষ, প্রচেষ্টা, উদ্যোগকে কাজে লাগিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব বলে বক্তব্য রাখেন এজন্য বক্তাগন অভিভাবক সহ সকলের সহযোগীতা কামনা করেন।