সারাদেশ

শেরপুরে রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ

শেরপুর থেকে আনোয়ারুল সাদ্দাত সুইটঃ

রবিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌরসভার সভাকক্ষে শেরপুর জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি:নং ঢাকা ৩৯৯০ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সুইট আলম পরিষদের কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। আগামী ৩ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিল কারী কর্মকর্তা সার্জেন্ট মো. রুবেল মিয়া, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য – গত ৩৮ অক্টোবর শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শেরপুর জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে আক্রাম মুকুল পরিষদ (ছাতা) কে হারিয়ে সুইট আলম পরিষদের (গরুগাড়ী) বিপুল ভোটের মধ্যমে বিজয়ী হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।