আহম্মেদুল কবির, কুড়িগ্রাম :
ভূরুঙ্গামারী উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট হাট ৯৫৮ সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধ পথে সুপারি পারাপারকালে ভারতীয় বিএসএফ এর বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের ফলে ওই এলাকার আকবর আলীর পূত্র আশরাফুল নামের এক যুবক আহত হয়েছেন।
গত মঙ্গলবার ১৪ নভেম্বর রাত ২ ঘটিকার দিকে এঘটনা ঘটে। সূত্র জানায়,স্থানীয় একটি চোরাকারবারির সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে বিভিন্ন পন্য অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসছে। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত যুবক জীবনের সংশয়ে রয়েছে।