সারাদেশ

কুড়িগ্রাম জেলা ভার্চুয়ালি যুক্ত – “দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন”

আহম্মেদুল কবির, কুড়িগ্রাম :

গতকাল ১৪ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১০০৪১ টি অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ১১ টি জেলায় ৬৪ টি উপজেলাকে ভুমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত ঘোষনার প্রাক্কলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকেও  ভার্চুয়ালি যুক্ত  করা হয়।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ আব্দুল মতিন, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন জনাব মন্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মির্জা মোঃ নাসির উদ্দীন, ডিডি এনএসআই জনাব আকরাম হোসেন, বীর বিক্রম জনাব আব্দুল হাই সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল বাতেন, বিজ্ঞ পিপি জনাব এসএম আব্রাহাম লিংকন, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব উদয় শংকর চক্রবর্ত্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জনাব ছানালাল বকসি,  সাধারণ সম্পাদক জনাব অলক সরকার, এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন অর রশিদ লাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।