আহম্মেদুল কবির,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৪ কেজি গাঁজা ১টি অটো উদ্ধারসহ ৩ কুখ্যাত মাদক কারবারি ও বিভিন্ন মামলায় ১৫ জন সহ ২২ জন গ্রেফতার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশ গতকাল ১৪ নভেম্বর দুপুরের দিকে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের উপর থেকে একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও উলিপুর থানাধীন বুড়াবুড়ি, ডারারপাড় এলাকার কুখ্যাত মাদক কারবারি মাসুদ রানা সুজন , মুন্সিপাড়ার আঃ করিম নামের দুই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোও জব্দ করা হয়। অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই একই সময়ে ভুরুঙ্গামারী থানাধীন ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামস্থ পূর্ব পাশে জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে চর বলদিয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি আহাম্মদ আলী (৪৮)’কে বিশেষ কায়দায় কোমরে ফিটিংকৃত ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া কচাকাটা থানা পুলিশ, কচাকাটা থানাধীন মাদারগঞ্জ গ্রামস্থ বাদি মোঃ আবু রায়হান ওরফে আওলাদের গত ৩ নভেম্বর মাদারগঞ্জ বাজার তার ভাই ভাই নামীয় ওয়ার্কশপ থেকে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার সহ চুরির সাথে জড়িত মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ কাশেম আলী, শ্রী করিমন, মোঃ রাহিমুল নামের ৪ অভ্যাসগত চোর’কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ৫ জন (কুড়িগ্রাম-০২, ভূরুঙ্গামারী-০২, রৌমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ৩ জন (কুড়িগ্রাম-০২, ফুলবাড়ি-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ৫ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, উলিপুর-০২, চিলমারী-০১), ১৫১ ধারায় ১ জন (উলিপুর), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১ জন (কুড়িগ্রাম) সহ মোট ১৫ জন আসামীসহ ২২ জন’কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতদের আইনের আওতায় বিচারকার্যের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।