আহম্মেদুল কবির,কুড়িগ্রাম :
কুড়িগ্রামে জুয়া,চোরাচালান রোধ,মাদক প্রতিরোধ ও সকল প্রকার বে- আইনি কর্মকান্ড আইনগত প্রক্রিয়ায় কঠোর ভাবে নির্মূল করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় ৪০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি বকুল মিয়া এবং জেলার বিভিন্ন থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের মিডিয়া সূত্র অনুসারে জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশ ১০ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের বামনাছড়া বালাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি বকুল মিয়াকে নিজ বসতবাড়ি থেকে ৪০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের সরঞ্জাম সহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর), সিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (রৌমারী), নিয়মিত মামলায় গ্রেফতার ০৪ জন (কুড়িগ্রাম-০৩, উলিপুর-০১), ১৫১ ধারায় ০৪ জন (ভূরুঙ্গামারী), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (কচাকাটা) সহ মোট ১৭জন আসামী কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।