কুড়িগ্রাম সাহিত্যসভার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ নভেম্বর কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হেমন্তের কবিতা উৎসব’৷ কুড়িগ্রাম ডিসি অফিস সংলগ্ন সরোবরে বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠেয় উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও জাতীয় শিল্পকলা একাডেমীর প্রাক্তন উপ-পরিচালক গোলাম সারোয়ার৷ স্বাগত বক্তব্য দেবেন কুড়িগ্রামের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদুজ্জামান বাবু৷ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত তিন কবি; যথাক্রমে সুবীর সরকার, শৌভিক বণিক ও সৈকত সেন৷ উৎসবে হেমন্তের কবিতাপাঠ, সাহিত্যালোচনা এবং কবি সম্মাননা দেয়া হবে৷ সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আহম্মেদুল কবির৷ সঞ্চালনা করবেন সদস্য সচিব রাজ্য জ্যোতি৷