সাহিত্য

তীব্র কুড়িগ্রাম এর “কবি মাহফুজুর রহমান লিংকন” সংখ্যা করার ঘোষণা

কবি ও প্রাবন্ধিক, মাধ্যম২৪.কম এর সম্পাদক মাহফুজুর রহমান লিংকনের জন্ম ১৯৮০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ‘ব্যবস্থাপনা’ বিষয়ে পড়ালেখা করেছেন। স্কুল জীবনেই লেখালেখির সূচনা ঘটে তার। কখনো দেয়ালপত্রিকা, কখনো হাতে লেখা পত্রিকা এরকম নানা উদ্যোগ নিয়েছিলেন অল্প বয়সেই। কলেজে পড়ার সময় একক কবিতার দেয়াল পত্রিকা প্রকাশ করে কলেজে সাড়া ফেলে দিয়েছিলেন৷

জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কবিতা ছাড়েননি নাকী কবিতাই তাকে ছাড়েনি? এই প্রশ্ন অবান্তর। বরং বলা ভালো কবিতাই ছিলো তার একমাত্র আশ্রয়। কবি লিংকনের ভাষায়, “আমি কবিতার লোক… কবিতা আমার দীননাথ বন্ধু! কবিতা ছেড়ে অন্য কিছু আমি ভাবতে পারি না…

কবিতায় থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি… প্রবন্ধ লিখা হয় আসলে নিজের ভিতরের অনেক ভাবনা অন্যের সাথে শেয়ার করার জন্য…

গল্প-উপন্যাস প্রসঙ্গে আমার নিজের ব্যাপারটা হলো, চেষ্টা করিনি তা নয়, তবে, সন্তুষ্ট হতে পারি নাই তাই আর ও পথে পা বাড়ানো হয়নি৷”

কুড়িগ্রাম সাহিত্যসভার পক্ষ থেকে এবছর তিনি কবিতায় সম্মাননা পেয়েছেন।

এই কবিকে প্রসঙ্গ করে নভেম্বর ২০২৩-এ প্রকাশ হচ্ছে তীব্র কুড়িগ্রাম-এর নতুন সংখ্যা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।