আপনার এই সপ্তাহ (৩১ অক্টোবর থেকে ০৬ নভেম্বর)
স্যার আর্থার চার্লস ক্লার্ক (বিজ্ঞান কল্পকাহিনী লেখক , বিজ্ঞান লেখক,, উদ্ভাবক, সমুদ্রের তলদেশে অনুসন্ধানকারী)
বলেছেন –
‘জ্যোতিষশাস্ত্রে আমার কোনো বিশ্বাস নেই। তবে হ্যাঁ, এ কথা সত্য যে আমি ধনু রাশির জাতক। আসলে আমরা মানুষরা বরাবরই সন্দেহপ্রবণ’।
এ কথার বিপরীতে অনেক কথাই আছে, তবে আমরা একটা বিষয় পরিস্কার করে বলতে চাই- মানুষ নিজেই তাঁর ভাগ্য নিয়ন্ত্রণ করে অনেকাংশ, বাকি অংশ ভাগ্য বলতে দোষের কিছু নেই…
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

নানাবিধ সমস্যার কারণে গত দুই সপ্তাহ আপনাদের জন্য লিখতে পারি নাই এ জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। ‘নিঃশর্ত’ ইচ্ছা করেই জুড়ে দেওয়া… ধরুন, আপনি মারাত্মক ধরণের অপরাধ করে ফেললেন। এরপর যা করলেন- প্রকাশ্যে অনানুষ্ঠানিক ভাবে বললেল যে, আমার কার্যের কারণে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন অথবা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন তাহলে আমি ‘নিঃশর্ত’ ক্ষমা চাই!
কি ভাবতেছেন? লোকে ক্ষমা করে দিবে? অপরাধের মাত্রার উপর নির্ভর করে ক্ষমার ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয়। তবে উপরের ক্ষমা চাওয়ার ভাষায় কোন অনুশোচনা আছে বলে আমার কাছে মনে হয় না। আর ভুল কাজের জন্য অনুশোচনা না থাকলে,
সেই ক্ষমা চাওয়া আমার কাছে মেকি মনে হয়। যাই হোক- আমরা যদিও জেনে এসেছি- ক্ষমা একটি মহৎ গুণ। এর পরেও কথা আসলে থেকে যায়। সেটাতে আর না যাই, যেটা বলতে চাই- চিন্তা না করে প্রিয় মেষ, রঙ পরিবর্তন করে লাভ নাই। আপনার সত্যরূপ অনেকেই জানেন, যারা জানেন না- তারা জেনে যাবে ভেবে বিচলিত না হয়ে স্থির থাকুন। এতেই আপনার মঙ্গল!
বৃষ রাশি (২১ এপ্রিল—২১ মে)

‘আমি নিজেকে মাঝে মাঝে বিশ্বাস করতে ভয় পাই’!
– প্রিয় মেষ, এইটা মানসিক অশান্তির কারণে এক ধরনের মস্তিষ্কজাত ব্যাধি।
মির্জা গালিব কি বলেন শোনেন-
“জিন্দেগি আপনি যব ইস শকল্ সে গুজরি গালিব
হাম ভি ক্যায়া ইয়াদ করেঙ্গে কি খুদা রাখতে থে”
ভাবানুবাদ-
“জীবন যখন এমনই বিষাদময়তায় কাটে, গালিব,
কেমন করে ভাববো, এই আমাতেই ছিল স্রষ্টার বাস”?
নিজেকে ভালোবাসতে পারাটা একটা বিশাল আর্ট! অনেকেই বেশী ভালোবাসে এইটা বিপদজনক, আবার অনেকে ভালোবাসতে পারে না এইটাও বিপদজনক। আপনার জন্য শুভ কামনা!
মিথুন রাশি (২২ মে—২১ জুন)

বিখ্যাত রম্যসাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসে ছিলেন। কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টোয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা ‘হাফ টিকিট’ বাড়িয়ে দিলেন। বুড়ো মানুষের হাতে ‘হাফ টিকিট’ দেখে টিকিট চেকার অবাক! তাঁর প্রশ্ন,
– কী মশাই, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ-মাথার চুল সবই তো সাদা। আপনি কী জানেন না চৌদ্দ বছরের বেশি হলে তার বেলায় আর হাফ টিকিট চলে না?
মার্ক টোয়েনের সোজা জবাব,
– যখন ট্রেনে চড়েছিলাম, তখন তো বয়স চৌদ্দই ছিল। কে জানত, ট্রেন গন্তব্যে পৌঁছতে এত দেরী করবে!
প্রিয় মিথুন, ট্রেন যেহেতু চলছে গন্তব্যে পৌছাবেই, দেরী হওয়ায় সমস্যা সামান্য হলেও, ষ্টেশনে দাড়িয়ে থাকা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না।
কর্কট রাশি (২২ জুন—২২ জুলাই)

“অন্যদের সঙ্গে মিথ্যার চেয়ে নিজেদের সঙ্গে মিথ্যা বলার প্রবৃত্তি মানুষের বেশি”।- ফিওদর দস্তয়েভস্কি
নিজেকে শান্তনা দিতে গিয়ে, নিজের কাছে মিথ্যা বলা মানেই জীবনে বিপর্যয় ডেকে আনা। কেন জানি না মনে হয় আপনার রাশি নিয়ে আমি বেশি বিচলিত! আপনিও কি?
আমার অতি প্রিয় কর্কট, আপনার ভর সংখ্যা #২, ‘সংখ্যা তত্ত্ব-জ্যোতিষ’ পদ্ধতি অনুযায়ী আপনাকে কিছু বলতে ইচ্ছা করছে না। যেহেতু অনেকদিন পর আবার কথা হচ্ছে, কাজেই কথা আসলেই বলা প্রয়োজন-
“এই বর্তমান,- তার দু’পায়ের দাগে
মুছে যায় পৃথিবীর’পর
একদিন হয়েছে যা – তার রেখা,- ধূলার অক্ষর!” – জীবনানন্দ দাশ
অহংকার সকলের জন্য ক্ষতিকর হলেও, কারো কারো অলংকার- আমার কাছে এমনটা মনে হয়। আপনারটা কি !(?) এটা নির্ণয় করবো না বলেই আগেই বলেছি- আপনাকে কিছু বলতে ইচ্ছা করছে না…
আপনার জন্য শুভ কামনা! পথচলা দীর্ঘায়িত হোক।
সিংহ রাশি (২৩ জুলাই—২৩ আগস্ট)

“ভালোবাসা হলো পিঠে ব্যথার মতো। এক্স-রেতে দেখা যায় না। কিন্তু আপনি জানেন, জিনিসটা আছে”।
-জর্জ বার্নার্ড শ
মাই ডিয়ার সিংহ, চলমান সপ্তাহে খুব সাবধানে চলাচল করতে কে বলেছে আপনাকে? মন খুলে হাসুন আর বেঁচে ওঠার জন্য এক্স-রেতে যে জিনিস দেখা যায় না, ঐ জিনিস আঁকড়ে ধরে থাকুন…
কন্যা রাশি (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

সামনেই সাফল্য! এতো ভাবনার কিছু কি হয়েছে? কর্মের ভিতরেই ফলাফল, এই বিশ্বাসটুকু রাখুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

কবি আল মাহমুদ’র “সোনালী কাবিন” পড়েছেন!
পড়ুন… আর কবিতার ভিতর দিয়ে নিজেকে হারিয়ে ফেলুন।
কবিতা হল অনেকটা ব্যাধি নিরামক! ওহ! ভালো কথা! শরীরের প্রতি যত্ন-আত্তি করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। এমন করে করুন চোখে তাকাবেন না প্লিজ! আমার আজন্ম ভয় সত্য সুন্দরকে যিনি মিথ্যা দিয়ে সাজিয়ে রাখেন এমন মানুষকে।
ধনু রাশি (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

বিজ্ঞাপনে ‘বৃষ্টি চা’ খেতে দেখেছেন নিশ্চয়ই! আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েকদিন বৃষ্টি হবে- শরীরের সাথে মনের মিল রেখে “বৃষ্টি চা উৎসব’’ করে দেখতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

মশকরা না মকর! সামনেই অপেক্ষা করছে গতির যুদ্ধ। এই যুদ্ধে আপনার পরাজয় হতেই পারে, যদি আপনি নিজেকে এই যুদ্ধের জন্য প্রস্তুত না করেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ঘুম ভাঙ্গুক আপনার। আপনাকে শুভ সকাল জানাতে চাই। দেখবেন এক সকালে সত্যি সত্যি আপনার দরজায় আমি হাজির…
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

হেকিমী দাওয়াই তৈরি করতে অনেক রকম উপাদান প্রয়োজন হয়, তেমনি হাসি একটা জিনিস কিন্তু হাসি তৈরি হয় নানা জিনিস দিয়ে, খাওয়া,পরা, আরাম, শিক্ষা আরো বহু কিছু লাগে।
– শওকত ওসমান (কৃতদাসের হাসি)
হাসির রহস্য খুঁজতে মন না চাইলেও, খুঁজুন। এইটাই আপনার উপযুক্ত সময়।
জেনে রাখা ভালো–
১. জন্ম তারিখ অনুযায়ী ক্ষেত্র বিশেষে রাশি মেলে না (বেশ কিছু হিসাব থেকে যায়)।
২. এখানে রাশিচক্রে আমি ‘সংখ্যা তত্ত্ব-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগের চেষ্টা করেছি।
৩. ভাগ্য অনেক ক্ষেত্রে অনির্দিষ্ট কারণে নিজের গতিপথ বদলাতে পারে এবং করেও।
