সারাদেশ

৯ মাস ধরে বিধবা ভাতা বন্ধ গোলাপি বেগমের

কুড়িগ্রাম থেকে সৈকত আহম্মেদ শাওন :

কুড়িগ্রামের চিলমারীতে গত ৯ মাস ধরে বিধবা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন এক বিধবা ভাতা সুবিধাভোগী নারী। সুবিধাভোগীর নাম মোছা. গোলাপি বেগম। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া পাটোয়ারী এলাকার বাসিন্দা এবং মৃত জেলাল উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে তিনি বিধবা ভাতা পেয়ে আসছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভাতা বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, সমাজসেবা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কখনো কখনো ঘুষের বিনিময়ে প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করেন।

গোলাপি বেগম বলেন, এই ভাতা দিয়ে আমি কোনো রকমে চলতাম। এখন ভাতা বন্ধ করে দিয়েছে, আমি খুব কষ্টে আছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।