আশ্বিনের শেষদিকের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি দেখে অনেকে ছাতা মাথায় বের হয়েছেন, অনেকে আবার ছাতা ছাড়াই পথে নেমেছেন। গণপরিবহনে যাত্রীদের ভিড় বেড়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দাবি করছেন, এতে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষত নিন্ম মধ্যবিত্তের দূর্দশা বেড়েছে।
মানিক নগর বিশ্বরোডে বাসের জন্য অপেক্ষমাণ নাজমুল হাসান বলেন, বৃষ্টির কারণে গণপরিবহনে প্রচণ্ড ভিড়। ইচ্ছে করলেও বাসে ওঠা যাচ্ছে না। রিকশা-সিএনজি চালকেরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। শত শত মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন; গণপরিবহণও পাচ্ছেন না, হেঁটেও যেতে পারছেন না।
সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীতে কাজে বের হওয়া মানুষের সংখ্যা আজ অনেক বেশি। এর সুযোগ নিয়েছে রিক্সা- সিনএনজি চালকেরা।
একই অভিজ্ঞতার কথা জানান- বেসরকারী ব্যাংকে কর্মরত সাদিয়া আফরিন। তিনি বলেন-
সামান্য বৃষ্টিতে গোপীবাগ রেলগেট থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় পানি জমে থাকে। অন্যান্য দিন রিক্সা ভাড়া ৪০ টাকা হলেও আজ রিক্সা ভাড়া চাচ্ছে ১০০টাকা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
