সারাদেশ

ভ্যান চালককে গাছে বেঁধে ছিনতাই

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভাণ্ডারখোলা গ্রামের ভ্যানচালক সুধন্য গাইন (২৫) সম্প্রতি এক ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন

গত ৯ জুলাই রাতে চরবাশুড়িয়া গ্রাম থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রাত আনুমানিক ১টার দিকে একদল চিহ্নিত দুর্বৃত্ত তাকে গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন চালায় এবং সঙ্গে থাকা নগদ টাকা ও বিকাশের টাকা ছিনিয়ে নেয়।

ভিকটিম সুধন্য গাইন জানান, রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে আটক করে চারজন দুর্বৃত্ত। তারা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়দের মতে, এসব দুর্বৃত্ত দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।