মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ মাস বয়সী যমজ দুই কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু লামিয়া ও সামিহা স্থানীয় বাসিন্দা মো. সোহাগ (২৮) ও শান্তা আক্তার (২৪) দম্পতির মেয়ে।
এদিকে দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনার পর বাবা সোহাগ ও মা শান্তা আক্তার একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে। ফলে এ নিয়ে ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ঘটনার তদন্তের স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা সোহাগ ও মা শান্তাকে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুই যমজ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীর ভাষ্য, ঘটনার পর বাবা সোহাগের অভিযোগ, তাদের মা শান্তা সন্তানদের পুকুরে ফেলে দিয়েছে। অপরদিকে মা শান্তা দাবি করেছেন, বাবা সোহাগই সন্তানদের পানিতে ফেলে হত্যা করেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুদের বাবা ও মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।