সম্প্রতি, কয়েকটি আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুইটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি দুইটি ভুয়া।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি প্রকাশের তারিখ হিসেবে ১০ জুন, ২০২৫ এবং অপরটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ জুন, ২০২৫ তারিখের উল্লেখ করা হয়েছে।
তথ্যের সূত্র ধরে ওই তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভেরিফায়েড ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৭ জুন আলোচিত প্রেস বিজ্ঞপ্তিগুলো নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণরূপে ভুয়া ও বানোয়াট বলে জানানো হয়।
সুতরাং, বলা যাচ্ছে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে যা ভুয়া ও বানোয়াট।