মাহফুজুর রহমান লিংকনঃ
আজ ত্রিশ ডিসেম্বর! বাংলা কবিতার যুবরাজ সাম্য রাইয়ান এর জন্মদিন!
নব্বই দশকে আজকের এই দিনে উত্তরের জনপদ (সাম্য’র ভাষায়-বেহিসাবি ঘুমন্ত মেয়ে) কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন কবি সাম্য রাইয়ান।
বরাবরের মতই বলি- সাম্য রাইয়ান মানেই আমার কাছে বাংলা কবিতার আরেক উচ্চারণ! কেন বলি? অনেকেই আমরা ভাত-কাপর সামাল দিতে দিতে কবিতার চাষাবাদ করি। কিন্তু সাম্য এসেছে শুধু কবিতা করতে! অনেকেই আমরা এপার বাংলা-ওপার বাংলা ভাগ করে, ওপার বাংলা থেকে বই প্রকাশ করার জন্য, সাহিত্য কর্ম প্রকাশ করার জন্য সব বিসর্জিত করি, সাম্য এসেছে সীমানা লঙ্ঘন করে শিখিয়ে দিতে কবিতার কোন দেশ-কাল-পাত্র নাই। এমন আরো অনেক কিছুই বলা যায় সাম্যকে ঘিরে, তবুও কথা থেকে যাবে… তবুও কিছু কথা বলতে হয়, নতুবা বুকের ভিতর ঘুরপাক খায়…
অনেকেই আমরা ভাত-কাপর সামাল দিতে দিতে কবিতার চাষাবাদ করি। কিন্তু সাম্য এসেছে শুধু কবিতা করতে! অনেকেই আমরা এপার বাংলা-ওপার বাংলা ভাগ করে, ওপার বাংলা থেকে বই প্রকাশ করার জন্য, সাহিত্য কর্ম প্রকাশ করার জন্য সব বিসর্জিত করি, সাম্য এসেছে সীমানা লঙ্ঘন করে শিখিয়ে দিতে কবিতার কোন দেশ-কাল-পাত্র নাই।
সাম্য’র সাথে সুখে- দুঃখে অনেক পথচলা আমাদের। ভালোবাসা, শ্রদ্ধাবোধ থেকে সাম্য’র প্রতি আমার দুর্বলতা কাজ করে এটা যেমন সত্য, তেমনি সত্য এই যে আমি তাঁর কবিতার রন্ধে-রন্ধে ঘুরে বেড়ানোর মানুষ । তাই নিঃসংকোচে কবির জন্মদিনে বলি- ভালো থাকুন, কবিতার বরপুত্র…
কবি সাম্য রাইয়ান ২০০৬ থেকে লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ (www.bindumag.com) সম্পাদনা করছেন৷
কবির প্রকাশিত পুস্তিকা:
বিগত রাইফেলের প্রতি সমবেদনা (কবিতা)
সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট (গদ্য)
মার্কস যদি জানতেন (কবিতা)
হলুদ পাহাড় (কবিতা)
প্রকাশিত বই:
চোখের ভেতরে হামিং বার্ড (কবিতা)
লোকাল ট্রেনের জার্নাল (মুক্তগদ্য)
লিখিত রাত্রি (কবিতা)
সম্পাদিত বই: উৎপলকুমার বসু
কবির জন্মদিনে মাধ্যম২৪.কম পরিবারের পক্ষ থেকে অফুরান শুভ কামনা…
সকল অন্ধকার দূরীভূত হোক সাহিত্যের মঙ্গলালোকে…
লেখকঃ কবি, প্রকাশক এবং সম্পাদক মাধ্যম২৪.কম