খেলা

টর্নেডো ইনিংস ক্রিকেটারের-৮ বলে ৭ ছক্কা

স্পোর্টস রিপোর্টার, সৈয়দ ওমর ফারুক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে মাঠে গড়িয়েছে এনসিএল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা। আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সিলেটের ওপেনার জিশান আলম। এক ওভারে তিনি ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি। সেই অভাগা বোলার হলেন ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়র। 

এনসিএল টি টোয়েন্টিতে প্রথম দিনই ব্যাট হাতে ঝড় তুলেছেন আলম ও আরিফুল ইসলাম। নিজের লিস্টে টি -২০ প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জিসান আলম। ৫২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন সিলেটের এই বেটার। তার ইন্সটিতে সাত টিচার ও পাঁচটি ছয়ের মার ছিল। কৃষানের ব্যাটে ভর করে তাদের নির্ধারিত বিষ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। রানটি অনেক বড় মনে হলেও বড় মনে করতে দেননি ৯৪ রানের ইনিংস খেলে জয়ের বন্ধনে নিয়ে আসেন কাজ কি সারেন সুবাগত হোম চৌধুরী। শেষ দিকে ম্যাচ অনেক রোমাঞ্চলতে পৌঁছায় এবং এক বলে পাঁচ রানের কার হয়ে পড়ে ৬ মেরে সিলেটের বিপক্ষে ঢাকার জয় নিশ্চিত করেন এবং সিলেটের হৃদয় ভেঙ্গে দেন। এছাড়া এনসিএল এর অপর ম্যাচে নাঈম শেখের ৬৫ ও ইমরানুজ্জামানের ৩৩ বলে ৫৩ রানের উপর ভর করে ঢাকা মেট্রোর দল বরিশালের বিপক্ষে ১৮৯ রান সংগ্রহ করে। ঢাকা মেট্রোর ৮ বোলিংয়ে জয় পেয়ে যায় তারা বরিশালের বিপক্ষে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।