ঘুরে দাড়াতে কি পারবে বাংলাদেশ !
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। রেদারফরদের বিধ্বংসী রানের ঝরে হেরেছে বাংলাদেশ। করেছে ২৯৪ রান সংগ্রহ । তামিম নাইট্রাম করেন এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৪০ তম হাফ সেঞ্চুরি তুলে দেন। তবে মিডল বাড়ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এক বলে ৭৪ রানে ইনিংস টি বাংলাদেশের রানের গতি মন্থর করে দেয়, এর ফলে সেন্ট কিটসের অতি দানবীয় ব্যাটিং উইকেটে মাত্র ২৯৪ রানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশের তান্ত্রিক সাকিব ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরলেও এবং শুরুতে উইকেট নিলেও বাংলাদেশ হ্যালো কন্ট্রোলে রাখে। এরপর ইন্ডিয়ান অধিনায়ক যিনি ৮৬ রান করেন এবং শার্পিন রাদারফোর্ডের পার্টনারশি ঠিক করে ওঠে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত চতুর্থ ওয়ানডে খেলেন জাস্টিন গ্রেইভস, ৩৮ করে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন।
রাদারফোর মিডিল ওপার্ডস গুলোতে সবচেয়ে বিধ্বংসী রূপে দেখা দেন তিনি ১১৩ রানের ইনিংসে ছয়টি চারের মার মারেন। কাল বাংলাদেশকে জিততে হলে সেন্ট ভিন্সেন্টের এই ব্যাটিং স্বর্গে অবশ্যই ৩৫০ রান করতে হবে যদি তারা আগে ব্যাট করে। অবশ্য মাঝের ওপর গুলোতে উইকেট নিতে হবে তবেই বাংলাদেশ জয়লাভ করতে পারবে।