সাহিত্য

কবি অসীম সাহা আর নেই

কবি, প্রাবন্ধিক, গীতিকার ও শিশুসাহিত্যিক তপন বাগচি জানান, দুপুর ২টায় অসীম সাহাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৪টায় পরিবারকে বলা হয় তিনি আর নেই।

বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, কবি পারকিনসন (হাতকাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগে আক্রান্ত।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নানাবাড়ি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন কবি অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে।

কবি ও ঔপন্যাসিক অসীম সাহা বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পুরনো দিনের ঘাসফুল’ (২০১২-কবিতা), ‘প্রগতিশীল সাহিত্যের ধারা’ (১৯৭৬), ‘অগ্নিপুরুষ ডিরোজিও’ (১৯৯০), ‘উদাসীন দিন’ (উপন্যাস-১৯৯২), ‘শ্মশানঘাটের মাটি গল্প’ (১৯৯৫), ‘কিলের চোটে কাঁঠাল পাকে’ (২০০২), ‘শেয়ালের ডিগবাজি’ (২০০৭), ‘হেনরি ডিরোজিও’ (২০১০) প্রভৃতি।

কবি অসীম সাহার প্রয়াণে মাধ্যম ২৪.কম পরিবার শোকাহত!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।