সাহিত্য

প্রকাশিত হয়েছে সন্ন্যাসী আরণ্যক’র কবিতার বই ‘কেউ তুমির শ্যাডোস্কোপ’

অমর একুশে বইমেলায় নৈঋতা ক্যাফে প্রকাশিত হয়েছে কবি সন্ন্যাসী আরণ্যক’র কবিতার বই ‘কেউ তুমির শ্যাডোস্কোপ’। মিজান স্বপনের  প্রচ্ছদে বইটির মূল্য ৩০০ টাকা।

চার ফর্মার কাব্যগ্রন্থটি ৫২টি কবিতা দিয়ে সাজানো। কবিতাগুলো দুইটা পর্বে ভাগ করা। প্রথম পর্ব ’দৈনন্দিন রিভার্স সমূহ’ ও দ্বিতীয় পর্ব ‘মিউমিউ গুচ্ছ’ নামে নামকরণ করা হয়েছে। দুই পর্বের কবিতার ধরণ ও প্রকরণেও আছে সূক্ষ্ম পার্থক্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।