দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ০৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশাল বিভাগে ২২ শতাংশ আর রংপুরে সর্বনিম্ন ১৩ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
৭ জানুয়ারি (রোববার) রাজধানী আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সাংবাদিকেদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহী বিভাগে ১৭ শতাংশ এবং ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। সে হিসেবে আট বিভাগে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
ইসি সচিব আরও বলেন, দেশের অন্যান্য স্থানে পাঁচটি কেন্দ্রে কিছুক্ষণ ভোট বন্ধ রাখার পর আবারও সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া এ পর্যন্ত তিনটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু শেষ হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করছেন।
