সারাদেশ

জীবিকার তাগিদে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, লাশ হয়ে ভাসতে হলো পদ্মায়

২৩ ডিসেম্বর (শনিবার) সকালে খাড়ির পানিতে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোশাররফ হোসেন মুশা ও কাওসার আলী। দুজনের চোখে-মুখে রক্ত লেগেছিলো।

গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর একই গ্রামের ৬-৭ জন তরুণ কাজের জন্য ভারতের চেন্নাই যেতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এরপর থেকে তাদের ২জনকে পাওয়া যাচ্ছিল না। আজ (শনিবার) সকালে দুই দেশের ভেতর দিয়ে যাওয়া পদ্মার একটি খাড়িতে দুজনের লাশ পাওয়া যায়। এই এলাকাটির নাম চর হনুমন্তনগর। যেখানে লাশ ভাসছিলো সেই স্থানটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে— তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কিনা সেটি এখনো জানা যায়নি। যারা ধাওয়া খেয়ে গ্রামে ফিরেছেন, তারাও দুজনের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে পারছে না। তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।