নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
১৬ ডিসেম্বর (শনিবার) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ৬২ বছর বয়সী সুলতান মিয়া, তার স্ত্রী ৪৫ বছর বয়সী সাহিদা আক্তার, ছেলে ২৭ বছর বয়সী নবী হোসেন এবং ২৩ বছর বয়সী আলী মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালানোর জন্য লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, রুমে রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস জমাট বেঁধে ছিল। সেখানে আগুনের স্পর্শ পেয়ে তা বিস্ফোরণ ঘটে বলে আমরা ধারণা করছি। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আর আহত চারজনকে হাসপাতালে নিয়ে যান।
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।