খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে আবারও সেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। শুক্রবার টস জিতে বাংলাদেশি বোলাররা ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে বড় স্কোর গড়তে দেয়নি। পেসার মারুফ মৃধা একাই ধসিয়ে দেন ভারতের ব্যাটিং অর্ডার।

মুরগান ও মুশির অর্ধশতকে ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে ভারত। জবাবে যুবা টাইগাররা আরিফুল-আহরারের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ৪৩ বল বাকি থাকতেই নিয়ে নেয় জয়ের বন্দর। শক্তিশালী ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশী যুবারা।

বাংলাদেশের পক্ষে আরিফুল ইসলাম করেন সর্বোচ্চ ৯৪ রান। ৯০ বলের তার ইনিংসে ছিল নয়টি চার আর চারটি ছক্কা। এছাড়া আহরার আমিন করেন ৪৪ রান।

আগামী রোববার দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান বনাম আরব আমিরাত ম্যাচের জয়ী দল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।