সারাদেশ

মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

মুন্সীগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদরের ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোস্তফা জানান, একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ফ্ল্যাটটির সবগুলোর রুম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।