সারাদেশ

বীর প্রতীক তারামন বিবির প্রায়ণ দিবস রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনে দাবি

আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:

গতকাল ০১ ডিসেম্বর কুড়িগ্রামের আলোকিত সন্তান বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারমন বিবির ৫ম মৃত্যুবার্ষিকী । দিবসটি উদযাপনে জেলার কোথাও কোন অনুষ্ঠানের খবর পাওয়া না গেলেও জেলার সাধারণ  মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় শ্রদ্ধা জানিয়েছে দিবসটি পালন করেছে  হৃদয় থেকে। ৫ বছর পূর্বে ২০১৮ সালের ১ ডিসেম্বর অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন রণাঙ্গনের সাহসী এই বীর যোদ্ধা ।

উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে যখন তিনি অংশ গ্রহণ করেন তখন তাঁর বয়স ছিলো ১৩/১৪ বছর। সে সময় রংপুর অঞ্চলের অবহেলিত কুড়িগ্রামের চর রাজীবপুরের এই মহীয়সী নারীযোদ্ধা দেশমাতৃকাকে স্বাধীন করার লড়াইয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার যুদ্ধে তাঁর অবদানকে স্বীকার করে তাঁর মৃতুর পর কুড়িগ্রামের মানুষ প্রতিবারে বিভিন্ন  ভাবে শ্রদ্ধা নিবেদন করে আসছে। তার প্রায়ণ দিবসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবী করছে কুড়িগ্রামের মানুষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।