সারাদেশ

কুড়িগ্রামে দেনমোহরের টাকা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে হত্যা

আহম্মেদুল কবির, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে দেনমোহরের টাকা নিয়ে স্বামী- স্ত্রী দ্বন্দ্ব, স্ত্রীকে হত্যা করে পলাতক ছিলো স্বামী শাহাবুদ্দিন , অবশেষে চট্টগ্রাম থেকে গ্রেফতার।

কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা এলাকার আমেনা বেগম এবং উলিপুর হাতিয়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার বিয়ের পর তাদের দেনমোহরের টাকা নিয়ে স্বামী- স্ত্রী দ্বন্ধের জেরে স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশের মিডিয়া সূত্র জানায়, প্রেমের সম্পর্কে গত ২৩ অক্টোবর’২৩ আমেনা এবং শাহাবুদ্দিনের বিবাহ হয়। বিবাহের নির্ধারিত দেনমোহর ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করে স্বামী শাহাবুদ্দিন। বিবাহের কিছুদিন পর থেকে উক্ত দেনমোহরের টাকা নিয়ে স্ত্রী আমেনা এবং স্বামী শাহাবুদ্দিনের দ্বন্ধ চলতে থাকলে অবশেষে গত ৬ নভেম্বর’ ২৩ দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চিলমারী থানার পুলিশ ঘরের ভিতর থেকে স্ত্রী আমেনার লাশ উদ্ধার করে।ঘটনার পরপরেই প্রেমিক স্বামী শাহাবুদ্দিন পালিয়ে যায়। গত ২৭ নভেম্বর’২৩ তারিখে ঘাতক প্রেমিক স্বামীর অবস্থান নিশ্চিত করে কুড়িগ্রামের চিলমারীর থানা পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহোযোগিতায় তাকে গ্রেফতার করে এবং ঘাতক স্বামীর দেখানো মতে স্ত্রীকে শ্বাস রোধকরে হত্যায় ব্যবহৃত কম্বলও উদ্ধার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি হৃদয় বিদারক ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর হত্যাকান্ড। চিলমারী থানা পুলিশকের চৌকস তদন্তে হত্যার মূল ঘটনা উদঘাটন সহ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।