বিশ্ব

বন্দিদের ন্যূনতম চিকিৎসাও করেনি ইসরায়েল

চতুর্থ ধাপে আরও ৩৩ ফিলিস্তিনির মুক্তি মিলেছে ইসরায়েল থেকে। তবে এসব জিম্মিদের সঙ্গে করা হয়েছে অমানবিক আচরণ । অসুস্থ – নির্যাতিত এইসব নিরীহ ফিলিস্তিনির ন্যূনতম চিকিৎসাও দেয়নি ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনিদের আচরণে মুগ্ধ হয়েছে থাই নাগরিকরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেনিনের বাসিন্দা মোহাম্মাদ নাজেল নামের এক তরুণ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার সময় তার হাত একটি হাত কাপড়ে ঝুলছিলো তার। মুক্তি পেয়ে আলজাজিরার সঙ্গে আলাপকালে ইসরায়েলের নির্মমতার কথা বর্ণনা দিয়েছেন মোহাম্মাদ নাজেল।

নাজেল বলেন, সপ্তাহখানেক আগে ইসরায়েলের গার্ডরা পিটিয়ে তার হাত ও আঙুল ভেঙে দিয়েছে। তার অভিযোগ, কারাগারে তাকে ন্যূনতম চিকিৎসাও দেয়নি। কেবল ফিলিস্তিনে হস্তান্তর করার সময় রেড ক্রসের সদস্যরা তার ভাঙা হাত একটি কাপড়ে ঝোলানো অবস্থায় পাঠিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, তারা আমাকে কিছুই দেয়নি। ইসরায়েলিরা আমার হাত ভেঙে দিয়েছে। আমি আঙুল নাড়াতেও পারছি না।

নাজেল বলেন, কারাগারে বন্দিদের অবস্থা শোচনীয়। নেগেভ মরুভূমির যে কারাগারে তিনি ছিলেন সেটি নির্মমতার জন্য কুখ্যাত ছিল। সেখানকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে বৃদ্ধদের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আমি তরুণ বলে আমি মানিয়ে নিতে পারছি। কিন্তু বৃদ্ধদের কি অবস্থা!

নাজেল যখন অবস্থার বর্ণনা দিচ্ছিলেন তখন তার পাশে তার মা ছিলেন। তিনি বলেন, আমাদের কোনো ধারণা নেই যে তার সঙ্গে কি ঘটেছে। সেখানে কথা বলার কোনো সুযোগ নেই। দেখাও করা যায় না। কোনো ধরনের কিছুই নেই।

এদিকে গত শুক্রবার থেকে হামাস-ইসরায়েলের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। পরে সোমবার এটির মেয়াদ আরও দুদিন বাড়ানোর কথা জানায় কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, একদিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।